রাজধানীতে পুলিশের গাড়ির ধাক্কায় দুই রিকশাচালক আহত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ ১৩:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫ বার।

রাজধানীর শাহজাহানপুরে পুলিশের গাড়ির ধাক্কায় দুই রিকশাচালক আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পেছন থেকে বলাকা পরিবহনের একটি গাড়ি পুলিশের গাড়িতে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই রিকশাচালককে চাপা দেয় গাড়িটি। খবর যুগান্তর অনলাইন

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুস সাত্তার (৫০) ও শহর আলী (৪৮)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রিকশাচালক আব্দুস ছাত্তার জানান, তারা দুপুর দেড়টার দিকে রিকশা নিয়ে শাহজাহানপুর পীরজঙ্গী মাজারের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ বলাকা পরিবহনের একটি বাস রাস্তায় থাকা পুলিশের একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের উপর তুলে দেয়।

এদিকে শাহজাহানপুর থানার ওসি শহীদুল হক বলেন, গাড়িটি পুলিশ টেলিকমের। বলাকা পরিবহনের গাড়িটি ব্রেকফেইল করে হয়তো পেছন থেকে ধাক্কা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের গাড়ির চালক এএসআই কামাল হোসেন পুলিশের গাড়িতে করেই আহতদের হাসপাতালে নিয়ে যান।