ফিনল্যান্ডের সৈকতজুড়ে বিরল ‘বরফের ডিম’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ ১৪:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৪ বার।

ফিনল্যান্ডের উপকূলে ডিমের আকৃতির হাজার হাজার বরফখণ্ড আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম এখন। বিরল আবহাওয়ার কারণে বরফের এমন আকৃতি হয়েছে বলছেন বিশেষজ্ঞরা।

বিবিসি জানায়, বরফের ডিমে আবৃত ফিনল্যান্ড ও সুইডেনের মাঝে হাইলোটো নামে দ্বীপটি সৈকত। এই দৃশ্যের ছবি তোলেন শখের ফটোগ্রাফার রিসতো মাতিলা।

বিশেষজ্ঞদের মতে, বিরল কোনো আবহাওয়া প্রক্রিয়ায় বাতাস আর পানির ধাক্কায় বরফের ছোট ছোট কুচি যুক্ত হয়ে ডিমের আকৃতি নিয়েছে।

পার্শ্ববর্তী ওউলু শহরের বাসিন্দা রিসতো মাতিলা জানান, এমন দৃশ্য তিনি জীবনেও দেখেননি।

তিনি বলেন, ‘সৈকত জুড়ে বরফের কুচির ওপর সারি সারি বরফের ডিম। জলের গোড়া পর্যন্ত বিস্তৃত। এ অঞ্চলে আমি ২৫ বছর ধরে বসবাস করছি। কখনও এমনটা দেখিনি।’

মাতিলা বলেন, ‘প্রায় একশ ফুট জুড়ে হাজার হাজার বরফের ডিম পড়ে ছিল। সবচেয়ে ছোটটি ছিল ডিমের আকৃতির। সবচেয়ে বড়গুলো ছিল ফুটবলের সমান আকৃতির।’

আবহাওয়াবিদ জর্জ গুডফেলো বলেন, ‘সাগরে ঠান্ডার সাথে সাথে বাতাস বইলে এ ধরনের বরফের বল তৈরি হতে পারে।’

তিনি বলেন, ‘বরফের কুচিগুলো ঢেউয়ের ধাক্কায় একসঙ্গে মিশে বড় হতে থাকে তারপর ঠান্ডায় সাগরের পানি জমে সেগুলোর সাথে যুক্ত হয়ে সেগুলো গোলার আকৃতি নেয়। ওই সব বরফের বল সাগরের পানির ধাক্কায় মসৃণ হতে থাকে।’

তিনি বলেন, ‘তারপর ভাটায় পানি নেমে গেলে বরফের গোলাকৃতি ঐ পিণ্ডগুলো সাগরতীরে পড়ে থাকে। অনেক সময় ঢেউয়ের ধাক্কায় সেগুলো তীরে চলে আসে।’

এর আগে রাশিয়া এবং শিকাগোর মিশিগান লেকে এ ধরনের বরফের ডিম দেখা গিয়েছিল।

২০১৬ সালে সাইবেরিয়ার নিদা এলাকার বাসিন্দারা সাগরতীরে ১১ মাইল জুড়ে বরফের বিরাট বিরাট বল দেখেছিলেন। এগুলোর কিছু ছিল টেনিস বলের আকৃতির। সবচেয়ে বড়গুলোর ব্যাসার্ধ ছিল তিন ফুট।