ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতায় এবার বিলিয়নিয়ার ব্যবসায়ী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ ১৪:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৮ বার।

ডোনাল্ড ট্রাম্পকে মোকাবিলায় ডেমোক্র্যাট দলের শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন আরও একজন শীর্ষ রাজনীতিবিদ।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ

বিবিসি জানায়, বিলিয়নিয়ার ব্যবসায়ী  ব্লুমবার্গ এই সপ্তাহে ডেমোক্র্যাট প্রার্থীদের প্রাথমিক বাছাই লড়াইয়ের জন্য কাগজপত্র জমা দেবেন।

এখন পর্যন্ত ১৭ জন ডেমোক্র্যাট প্রার্থী ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তাদের মধ্যে আলোচনায় আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ম্যাসাচুসেটস সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং প্রভাবশালী সিনেটর বার্নি স্যান্ডার্স ।

সাম্প্রতিক মতামতমূলক কিছু জরিপ বলছে, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতায় সফল হতে পারবেন না বামঘেঁষা ওয়ারেন কিংবা স্যান্ডার্স।

এমন পরিস্থিতিতে নির্বাচনের মাঠে সরব হলেন ব্লুমবার্গ। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারানোর জন্য ডেমোক্র্যাট শিবিরে শক্তিশালী প্রার্থী নেই বলে তার অভিমত।

এক বিবৃতিতে ব্লুমবার্গের উপদেষ্টা হোওয়ার্ড উলফসন বলেন, ‘এখন প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়াই আমাদের কাজ এবং এর মধ্য দিয়ে ট্রাম্পকে পরাজিত করা।’