চিকিৎসার জন্য নওয়াজ শরিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ ০৪:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২০ বার।

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল(এন) প্রধান নওয়াজ শরিফ

তার গুরুতর শারিরীক অবস্থার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ইমরান খান সরকার শুক্রবার নওয়াজের দেশত্যাগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। খবর দ্যা ডনের ও যুগান্তর অনলাইন

দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের প্লাটিলেট অত্যন্ত আশংকাজনক মাত্রা ২,০০০-এ নেমে আসলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। প্লাটিলেট কাউন্ট কিছুতেই স্বাভাবিক অবস্থায় আসছে না।

এরকম পরিস্থিতিতে ৬৯ বছর বয়সি নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে চান তার পরিবার।

মেয়ে মরিয়ম নওয়াজ শুক্রবার সাংবাদিকদের জানয়েছেন, নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে, দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি নিজে বাবার সঙ্গে লন্ডনে যেতে পারছেন না।