বগুড়ায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ ১৩:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৫ বার।

বগুড়ায় দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমকে বেগবান এবং আসন্ন দুর্নীতি বিরোধী দিবস সফলভাবে পালনের লক্ষ্যে শনিবার সকালে শহরের জলেশ্বরীতলা পুরাতন শিল্পকলা একাডেমী ভবনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুপ্রকের সভাপতি সাবেক সচিব আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক। দুপ্রকের সহ-সভাপতি মাহফুজ আরা মিভার পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দদের মাঝে বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এ্যাড. বিনয় কুমার দাষ (বিশু), ইমতিয়াজ আহম্মেদ, বাবুল আখতার রিপন, জাহাঙ্গীর আলম, সাংবাদিক সঞ্জু রায়, জাহাঙ্গীর হোসেন তোতা, মনোয়ারা খাতুন সোহানা, হারুনার রশিদ এবং নূরদিয়া জাহান। দুর্নীতির বিরুদ্ধে দুদকের বর্তমানে চলমান অভিযানের পাশাপাশি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ হতে সাধারণ মানুষকে বিশেষ করে বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পেইন দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার শিক্ষার্থীদেরকে সচেতন করার লক্ষ্যে নানামুখী কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয় সভায়। যার মাঝে সততা ষ্টোর উদ্বোধন, শিক্ষা উপকরণ বিতরণ, বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন, সততা সংঘের সদস্যদের বেগবান করতে সভা ও সেমিনার এর আয়োজন, দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতার বার্তা পৌছে দেয়াসহ নানামুখী কার্যক্রম এই বছরে সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আসন্ন ৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস সফলভাবে উদযাপনের নিমিত্তে সভায় নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।