ছাত্রলীগের পর সেই সুমাইয়ার পাশে দাঁড়ালো বগুড়া আঃহক কলেজ প্রশাসন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ ১৪:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৬১ বার।

বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তাররের পাশে এবার দাঁড়ালো সরকারি আজিজুল হক কলেজ প্রশাসন। সে সরকারি আজিজুল হক কলেজের মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে  ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সেখানে মেধা তালিকায় ১৬৫তম হয়েও দরিদ্রতার কারণে ভর্তি হতে পারছিল না। এই খবর পেয়ে গত ২৮ অক্টোবর সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ তাকে ভর্তির জন্য নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। এর পাশাপাশি সুমাইয়ার ৪ বছরের পড়াশুনার দায়িত্ব নেওয়ারও ঘোষণা দেন আব্দুর রউফ।
পরে মেধাবী এই শিক্ষার্থীর ব্যাপারে কলেজ প্রশাসন জানতে পারলে সুমাইয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। 
এই ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান প্রফেসর শাহজাহান আলীর উদ্যোগে প্রতিটি বিভাগ থেকে অর্থ সংগ্রহ শুরু হয়। শনিবার সকাল ১১টায় সুমাইয়া এবং তার পরিবারের হাতে বিভাগ থেকে সংগ্রহ করা নগদ অর্থ তুলে দেন অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। এসময় উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।