বিপিএলে ক্রিকেটার আনতে ভারতে পাপন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ ১৯:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পান না ভারতীয় ক্রিকেটাররা। তবে এবার বিপিএলে তাদের পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এনিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইস সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম টি-২০ তে টাইগারদের জয় মাঠে বসেই দেখেছিলেন বিসিবি সভাপতি। তারপর তিনি দেশে ফিরে আসেন। নাগপুরে শেষ ম্যাচে মাঠে থাকবে। ভারতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে আলাপ করবেন তিনি।

‘গাঙ্গুলির সাথে কয়েকটা ব্যাপারে, কিছু খেলোয়াড় নিয়ে আলাপ আছে। ওরা তো ভারতীয় খেলোয়াড়দের বাইরে খেলতে দেয় না, তাই বিপিএলে কিছু খেলোয়াড়কে আনা যায় কিনা সে ব্যাপারে আলাপ করবো। যদি আনা যায় তাহলে খুব ভালো হবে আমাদের জন্য। বঙ্গবন্ধু বিপিএলে কোন কোন খেলোয়াড় আনা যায়- এটাও খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, একটা টুর্নামেন্ট চলার কারণে পাকিস্তানি খেলোয়াড়রা আসতে পারবে না। তাই আমাদের নির্ভর করতে হবে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের ওপর। আফগানিস্তান থেকে দুই একজন স্পিনার নিতে পারি। কিন্তু দলটা সাজানোর জন্য ভারতীয়দেরও দরকার।’