ক্রমশ দুর্বল হলেও পশ্চিমবঙ্গে আজও ভোগাবে বুলবুল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ ০৩:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩০ বার।

স্থলভাগে গতকাল রাতভর বুলবুলের আঘাতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।  

ক্রমশ দুর্বল হয়ে এলেও আজ রবিবারও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পড়শি বাংলাদেশের উপকূলবর্তী অংশে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে।  

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গে জনজীবনেও দেখা দিয়েছে দুভোর্গ। রাজ্যের বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে।

প্রচুর গাছ ভেঙে পড়েছে, রাস্তা ও কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কয়েক লাখ লোককে বাড়ি থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।  

ঝড়ো আবহাওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।