মাদারীপুরে হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ ০৭:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮০ বার।

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আক্কাস খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে তিনি মারা যান। খবর দেশ রুপান্তর

এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য নুর ইসলামের ভাগনে নাজমুল ও আক্কাস খানের ভাতিজা বাদলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় এলাকায় সালিশ মীমাংসার ব্যবস্থা করা হয়।

ওই ঘটনার জেরে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের সায়েস্তাবাদ এলাকায় আক্কাস খানকে একা পেয়ে সাবেক সদস্য নুর ইসলামের লোকজন তাকে  মারধর শুরু করে। এ সময় আক্কাস খানের চিৎকারে আশপাশের আটন, বাদল ও শহিদুল তাকে বাঁচাতে এসে তারাও হামলায় আহত হয়।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্য আক্কাস খান ও বাদলের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আক্কাস খানের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে রবিবার ভোরে আক্কাস খান মারা যান।

নিহত আক্কাস খানের ভাতিজা বাদল বলেন, আমার চাচাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য হামলা চালায়। ভোরে আমার চাচা মারা যান, আমি এর কঠোর বিচার চাই।

রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।