গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বগুড়ায় জাতীয় পার্টির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ ১২:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বগুড়ায় আলোচনা সভা করেছে শহর ও সদর উপজেলা জাতীয় পার্টি। রোববার বিকাল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচএম ইকবাল। 

এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য ফারুক আহম্মেদ, আব্দুস সালাম বাবু, জেলা জাপানেতা আব্দুল আলীম, লুৎফর রহমান স্বপন, আবু তাহের আকন্দ, সানাউল্লাহ ছানা, আজিজ আহম্মেদ রুবেল, আরিফুল ইসলাম শহিদ, ফরহাদ আলী খোকন, শফিকুল ইসলাম রতন, আলমগীর হোসেন, সফিকুল ইসলাম সুইট, মাকছুদ আলম, শরিফুল ইসলাম বাবু, বেলাল হোসেন, সুলতান আহমেদ, সোহাগ সরকার, আব্দুল মান্নান, ইনসানা আক্তার এবং এ এম হাসান।

সভায় বক্তারা বলেন, 'পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে ৮৬ সালের ১০ নভেম্বর দেশে গনতন্ত্র পূন:প্রতিষ্ঠিত হয়েছে। তিনি গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে সর্বদা কাজ করে গেছেন। জাতীয় পার্টি শান্তি ও সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাস করে। দেশের সকল নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়ে গনতান্ত্রিক ধারা অব্যহত রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছে।'