টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে মিঠুন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

দিল্লিতে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে রাজকোটে টস জিতে পরে ব্যাট করে ভারত জয় পায়। নাগপুরেও টস গুরুত্বপূর্ণ। কারণ শিশির ম্যাচে ফেলছে বড় প্রভাব। রোববার বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। 

বাংলাদেশ অধিনায়ক বলেন, রান তাড়া করায় ভারত সব সময়ই ভালো দল।আমরা তাই তাদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছি। কম রানে তাদের আটকে রাখার চেষ্টা করবো। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও বলেন, তিনি টস জিততে শুরুতে বোলিং নিতেন। কারণ পরে ম্যাচে শিশির প্রভাব ফেলবে। শুরুতে ব্যাট করা দল ভালো সংগ্রহ পায় বলেও জানান তিনি।