সালাহ-মানের গোলে ম্যানসিটিকে হারাল লিভারপুল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ ০৬:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল লিভারপুল। মোহামেদ সালাহ, সাদিও মানে ও ফ্যাবিনহোর গোলে ম্যানচেস্টার সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছেন তারা। ম্যানসিটির হয়ে একমাত্র গোলটি করেন বের্নান্দো সিলভা।

দুর্দান্ত এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেছে লিভারপুল। ইউরোপিয়ান লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকলেও শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে শুধু ছন্দটা ধরে রাখা দরকার।

ইংলিশ লিগে ৩০ বছর ধরে শিরোপাহীন লিভারপুল। এবার প্রবল সম্ভাবনা আছে। এ যাত্রায় ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যানসিটিকে হারিয়ে সেই ক্ষুধা ঘোচানোর আয়োজন প্রায় সম্পন্ন করেছেন তারা। এ নিয়ে চলতি মৌসুমে লিগে সবশেষ ১২ ম্যাচের ১১টিতেই জয়ের দেখা পেলেন অলরেডরা।

ম্যাচের শুরুতেই হোঁচট খায় ম্যানসিটি। ৬ মিনিটেই তাদের জালে বল জড়ান লিভারপুল ফরোয়ার্ড ফ্যাবিনহো। গোলপোস্টের ২৫ গজ দূরে থেকে নেয়া তার দূরপাল্লার শট ঠেকাতে ব্যর্থ হন সিটি গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো। এর রেশ কাটিয়ে না উঠতেই ফের গোল হজম করেন সিটিজেনরা। ১২ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে দুর্দান্ত হেডে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন মিসরীয় ফরোয়ার্ড সালাহ।

এগিয়ে গিয়ে ছন্দময় ফুটবল উপহার দেয় লিভারপুল। বলদখলের লড়াই করে ম্যানসিটিও। তবে কাজের কাজ কিছুই করতে পারেননি অতিথিরা। উল্টো ৫২ মিনিটে গোল খেয়ে বসেন তারা। সতীর্থ জর্ডান হেন্ডারসনের নিখুঁত পাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিভ্রান্ত গোলরক্ষককে পরাস্ত করেন সাদিও মানে। কার্যত এখানেই জয় নিশ্চিত হয়ে যায় লিভারপুলের।

পরে গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা করে ম্যানসিটি। তবে লাল দলের রক্ষণসেনাদের টলাতে পারেননি তারা। অবশেষে ৮৩ মিনিটে সাফল্য পান পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এর কিছুক্ষণ পরই শেষ বাঁশি বাজান রেফারি। এতে পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়ে আনন্দে মাঠ ছাড়েন জার্গেন ক্লপের শিষ্যরা।