বিশ্বকাপে বাংলাদেশের দাপুটে শুরু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ ১৩:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৩ বার।

ইরানে শুরু হওয়া প্রথম জুনিয়র কাবাডি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। সোমবার আফগানিস্থানকে ৮৪-১১ পয়েন্টে বিধ্বস্ত করেছে বাংলাদেশ দল।

বিশ্বকাপ উপলক্ষে দেশে ও পরে ভারতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। গেল শনিবার ভারত থেকেই সরাসরি ইরানে পা রাখে তারা। খবর দেশ রুপান্তর 

আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের আয়োজনে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে আয়োজিত এই আসরে অংশ নিয়েছে ১৩টি দল। শনিবারই শুরু হয়েছে প্রতিযোগিতা। দলগুলো মোট ৪ গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে।

‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান ছাড়াও রয়েছে চাইনিজ তাইপে। মঙ্গলবার তাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

চার গ্রুপ থেকে দুটি করে দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল রাউন্ড। এরপর সেমিফাইনাল। ১৪ নভেম্বর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল।

সিনিয়র কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড ভালো। ২০০৪ সালে আয়োজিত প্রথম কাবাডি বিশ্বকাপে অংশ নিয়েই তৃতীয় হয়েছিল বাংলাদেশ। ২০০৭ সালে দ্বিতীয় আসরেও একই স্থান ধরে রাখে লাল-সবুজের দল। ২০১৬ সালে তৃতীয় আসরে অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ। বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই।

জুনিয়াররা কি পারবে ইরান থেকে বড় সাফল্য নিয়ে আসতে?