শাজাহানপুরে বিদ্যুতের শর্টসার্কিটে কৃষকের বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ ১৪:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।

বগুড়ার শাজাহানপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে জ্বলে ওঠা আগুনে কৃষক আব্দুল খালেকের (৬৫) বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই হয়েছে। এতে ওই কৃষক পরিবারটি একেবারে নি:স্ব হয়ে পড়েছে। উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা উত্তরপাড়া গ্রামে গত রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল খালেক ওই গ্রামের মৃত ছফুতুল্লাহ প্রামানিকের পুত্র। 
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দমকল বাহিনীর কর্মিরা ঘটনাস্থলে পৌঁছার আগেই টিনের ২টি ঘর, ঘরের আসবাবপত্র, টাকা-পয়সা, ২টি গরুসহ হাঁস-মুরগী পুড়ে ছাই হয়ে যায়। কৃষক আব্দুল খালেকের পুত্র সেলিম জানিয়েছেন, বগুড়া আজিজুল হক কলেজ থেকে মাষ্টার্স পাস করেও চাকুরী না পাওয়ায় তিনি রাজমিস্ত্রির সাথে দিনমজুরী করে দরিদ্র বাবার সংসারে সহযোগীতা করছেন। প্রতিদিনের মত রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আগুনে পোড়ার শব্দ ও গন্ধ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও মূহুর্তের মধ্যে গোয়াল ঘরে থাকা দু’টি গরু, হাঁস, মুরগী ও শয়ন ঘরে থাকা আসবাবপত্র, ৩০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে পুড়ে গুরুতর আহত হয়ে কৃষক আব্দুল খালেক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকান্ডের এ ভয়াবহ ঘটনায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সেলিম জানান। খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে স্থানীয়রা জানিয়েছে। অপরদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অসহায় পরিবারটির মাথা গোঁজার ব্যবস্থা করতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৬ বান্ডিল টিন প্রদান করেন। এছাড়া পরবর্তিতে সরকারী ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।