বগুড়ার ধুনটে ভাতিজিকে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত চাচা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ ১১:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৪ বার।

বগুড়ার ধুনট উপজেলায় চার বছর বয়সের ভাতিজিকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৫০) নামে শিশুটির চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে চাচার যৌণ নিপীড়নে অসুস্থ্য শিশুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে ৭ দিন পর সোমবার সন্ধ্যায় বাড়িতে ফিরে এসেছে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ১০টায় শেরপুর শহরের ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, যৌণ নির্যাতনের শিকার শিশুটি এক দিনমজুরের মেয়ে। একই বাড়িতে বসবাস করে আব্দুর রাজ্জাক ও শিশুটির হতদরিদ্র পরিবারের লোকজন। তিন সন্তানের জনক আব্দুর রাজ্জাক সম্পর্কে শিশুটির চাচা।

গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। ঘটনার সময় ওই বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘরের ভেতর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে রাজ্জাক। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে। 

এদিকে যৌণ নির্যাতনের শিকার শিশুটিকে ওই দিন রাত ১২টায় ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, 'আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটি শারীরিকভাবে সুস্থ্য রয়েছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী তদন্তসাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।'