বগুড়ায় নারী নির্যাতন ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ ১২:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

বগুড়ার আদমদিঘীতে ইউএনএফপি'র সহযোগিতায় নারী নির্যাতন ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক কমিউনিটি সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে  জেলা পুলিশের আয়োজনে উপজেলার রহিম উদ্দীন কলেজ হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। 

আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কেএইচএম এরশাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথর বক্তব্য রাখেন ইউএনএফপি‘র বগুড়া জেলা প্রতিনিধি তামিমা নাসরিন। এছাড়াও আরও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা এবং প্রভাষক নাছিমুল হুদা খন্দকার।

সভায় নারী নির্যাতন বাল্যবিয়ে সন্ত্রাস শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেয়ার আহবান জানানো হয়।