এবার যুক্তরাষ্ট্রে ‘লাইক’ দেখানো বন্ধ করছে ইনস্টাগ্রাম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ ১৩:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩ বার।

সামনের সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে ‘লাইক’ দেখা অপশন বন্ধ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটির সিইও অ্যাডাম মোসেসির জানিয়েছেন, দেশটির কিছু ব্যবহারকারী প্রাথমিকভাবে অন্যের লাইক সংখ্যা বুঝতে পারবেন না।

ফেইসবুকের মালিকানাধীন এই প্রতিষ্ঠান ইতিমধ্যে সাতটি দেশে এটি পরীক্ষা করছে: কানাডা, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, লাইক অথবা একটি পোস্টে কতটি ‘হার্ট’ পড়েছে সেটি ব্যবহারকারীর ইনস্টাগ্রাম ফিড এবং প্রোফাইল পেজ থেকে বাদ দেওয়া হবে।

একজন ব্যবহারকারী নিজে নিজের পোস্টের লাইক সংখ্যা দেখতে পারবেন কিন্তু অন্যরা সেটি বুঝতে পারবেন না।

ইনস্টাগ্রাম জানিয়েছে, এই নিয়ম মূলত তরুণদের কথা মাথায় রেখে করা হয়েছে। লাইকের প্রতিযোগিতা থেকে আগ্রহ সরিয়ে মূল কনটেন্টের প্রতি যেন ব্যবহারকারীদের নজর থাকে, সেটিই উদ্দেশ্য।

ইনস্টাগ্রামের মতো ফেইসবুকও অস্ট্রেলিয়ায় সীমিত আকারে এই লাইক দেখা অপশন তুলে নিয়েছে। পোস্টে কত লাইক পড়েছে বা রিয়েকশন হয়েছে সেটা আর গুনতে পারছেন না দেশটির কিছু ব্যবহারকারী। গত সেপ্টেম্বর থেকে এই ট্রায়াল শুরু হয়েছে।