ভোট চুরি করে ক্ষমতায় থাকা আ.লীগের মুক্তিযুদ্ধের চেতনা: মওদুদ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ ১৪:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০২ বার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নতুন সংজ্ঞা দিয়েছে। তাদের কাছে এখন মুক্তিযুদ্ধের চেতনা হলো ভোট চুরি করে জোর করে রাষ্ট্র ক্ষমতায় থাকা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘আজকে আওয়ামী লীগের কাছে স্বাধীনতার চেতনার সংজ্ঞা হলো- একদলীয় শাসন, ভোট চুরি করে জোর করে রাষ্ট্র ক্ষমতায় থাকা, বিচার বিভাগের স্বাধীনতা না থাকা, আইনের শাসন না থাকা এবং গণমাধ্যমের স্বাধীনতা না থাকা।’ খবর যুগান্তর অনলাইন

তিনি বলেন, বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগ তত মুক্তিযোদ্ধা নেই। আওয়ামী লীগ নিজেরাই বলছে- তাদের দল এখন অনুপ্রবেশকারী দিয়ে ভরে গেছে। অর্থাৎ তারা মুক্তিযোদ্ধা নয়, অনুপ্রবেশকারী।

মওদুদ আহমদ বলেন, ‘দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব ভিসিদের তো শিক্ষার্থীদের সম্মান করার কথা ছিল। কিন্তু তারা সম্মান রক্ষা করতে পারেননি বলে শিক্ষার্থীরাও সম্মান করছেন না।’

তিনি বলেন, ‘ভিসিরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে আর আমাদের সরকার প্রধান শিক্ষার্থীদের উদ্দেশে বলছেন- তারা দুর্নীতির প্রমাণ করতে না পারলে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তিনি যদি স্বপদে বহাল থাকেন, তবে তার বিরুদ্ধে নিরপেক্ষভাবে তদন্ত করা কোনোভাবে সম্ভব নয়।’

‘অর্থ বন্ধ করে দেওয়া হবে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘এই অর্থ কি কোনো ব্যক্তিগত অর্থ?’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক হোসেন খান প্রমুখ।