মিসেস টুরিজম গ্লোব বিজয়ী ঐশীর জন্য সংবর্ধনা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ ১৪:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৫ বার।

ফিলিপাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস টুরিজম’-এর ওয়ার্ল্ড ফাইনাল-এ ‘মিসেস টুরিজম গ্লোব’-এর মুকুট জয় করলেন ‘ফারহানা আফরিন ঐশী’। এবার প্রথমবারের মতো কোন বাংলাদেশি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ‘মিসেস টুরিজম বাংলাদেশ’-এর আয়োজক অপূর্ব ডট কম ঐশীকে সম্মাননা জানাতে বুধবার, ১৩ই নভেম্বর দুপুর ১২টায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের টুরিজম সেক্টরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বনামধন্য তারকারা।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতা, ‘মিসেস টুরিজম’-এ এবার ২৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । এই প্রতিযোগিতায় পাঁচটি মুকুট –গ্লোব (Globe), আর্থ (Earth), ইন্টারন্যাশনাল (International), ওয়ার্ল্ড (World), ও ইউনিভার্স (Universe) – এর জন্য সমষ্টিগত বিচারকার্য পরিচালনা করা হয়। গ্র্যান্ড করনেশন নাইট-এ ‘মিসেস টুরিজম গ্লোব’ সহ মোট ৬টি খেতাব জিতে নেন ২২ বছরের প্রতিযোগী ঐশী। অন্যান্য খেতাবগুলো হলো ‘বেষ্ট ইন ফোরাম (Best In Forum)’, ‘ডার্লিং অফ দি প্রেস (Darling of the Press)’, ‘মিসেস নিক্স ইনস্টিটিউট (Mrs Nix Institute of Beauty)’, ‘মিসেস ফেয়ারী হোয়াইট (Mrs Fairy White)’, ‘মিসেস বেরি গ্লুটা’ (Mrs Berry GLUTA)।

‘মিসেস টুরিজম বাংলাদেশ’-এর প্রেসিডেন্ট অপূর্ব আব্দুল লতিফ ঐশী কে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময়, আমাদের টুরিজম সেক্টর। আমাদের আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত – কক্সবাজার, সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন- সুন্দরবন। আমাদের প্রধান মন্ত্রী স্বয়ং বাংলাদেশের টুরিজম নিয়ে অনেক কাজ করছেন। এই প্রেক্ষাপটে বিশ্বের দরবারে আমাদের টুরিজম আরও ব্যাপক পরিসরে পরিচিত করতে আমাদের এই প্রচেষ্টা। ঐশীর সাফল্য আমাদের যাত্রাকে বেগবান করল। আশা করি সকলের সহযোগিতা থাকলে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরার এই যাত্রা নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।’

ঐশী ৪ বছর বয়স থেকে সংগীত ও নৃত্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন । ঐশী বলেন, ‘মুকুট জয় অবধি প্রতিটি পর্বেই আমি যে যে খেতাব গুলো অর্জন করেছি, আমার প্রতিবারই অবিশ্বাস্য লেগেছে । তবে এখন যখন আমি এই মুকুটটি অর্জন করে এনেছি, এখন আমার মনে হচ্ছে এর সঙ্গে কতটা দায়িত্ব জড়িয়ে আছে । আমি চাই এই দায়িত্বটি যথাযথ ভাবে পালন করতে।’