ফিক্সিং ঠেকাতে শ্রীলঙ্কায় সরকারি আইন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ ১৪:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৫ বার।

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ম্যাচ-ফিক্সিং ঠেকাতে নতুন আইন পাস করেছে শ্রীলঙ্কার সংসদ। সেদেশের ক্রিকেটারসহ কোনো ব্যক্তির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে ওই আইনে। সঙ্গে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

ম্যাচ ফিক্সিং নিয়ে অধিকাংশ দেশে সরকারি কোনো আইন নেই। একটি ক্রিকেট বোর্ড সর্বোচ্চ অভিযুক্তকে নিষিদ্ধ এবং জরিমানা করতে পারে। আইসিসির ক্ষেত্রেও বিষয়টি একই রকম।

শ্রীলঙ্কায় এই আইন পাসের পেছনে ভূমিকা রেখেছেন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। তাকে সমর্থন করেন সাবেক অধিনায়ক এবং বর্তমানের মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা।

ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো বলেছেন, ‘এই আইন রুখতে অনেকেই চেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত এটা পাস হওয়ায় আমি খুশি।’

এতদিন শ্রীলঙ্কার মাটিতে হওয়া ম্যাচে বাজি নিষিদ্ধ ছিল, নতুন আইনে এখন থেকে বিদেশের মাটিতেও হওয়া ম্যাচে কোনও শ্রীলঙ্কান জুয়ার সঙ্গে জড়িত থাকতে পারবেন না।