এমবিবিএস ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন এসএসসি পাস সজীব

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ ১৪:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

চট্টগ্রামে এসএসসি পাস এক ভুয়া ডাক্তারকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে  জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার পাহাড়তলি থানার কালীবাড়ি রোড থেকে ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত সজীব দাশ রূপণ (২৯) নিজেকে এমবিবিএস পাস ডাক্তার পরিচয় দিয়ে নিয়মিত রোগী দেখতেন বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বে দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

তিনি বলেন, লাইসেন্সবিহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সার্টিফিকেট দেখাতে না পারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই সময় অভিযান চালানোর খবর পেয়ে একই এলাকার চন্দ্রিকা মেডিকেল হল থেকে বিমল দাস নামের আরেক ভুয়া ডাক্তার পালিয়ে যায়। প্রতিষ্ঠানটি সিল গালা করা হয়েছে।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় ওই এলাকার মেডিক্যাল প্লাস ফার্মেসিকে ৩ হাজার এবং স্বাগত ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান সামনেও অব্যাহত থাকবে বলেও জানান উমর ফারুক।

ভ্রাম্যমাণ আদালতে এই অভিযানে আরো উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আকিব হোসেন, ঔষধ তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।