প্যান্টের বেল্টে মিলল ৮ স্বর্ণের বার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ ০৮:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩০ বার।

ভারতে পাচারের সময় বেনাপোলে প্যান্টের বেল্ট থেকে আট স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় রবিউল ইসলাম জামিল (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকেও আটক করেছে বিজিবি। বুধবার সকাল ৮টার দিকে আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

রবিউল ইসলাম জামিল যশোর সদর থানার আরএন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে। 

বিজিবি আমড়াখালী ইনচার্জ হাবিলদার সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি রবিউল ইসলাম জামিল ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সোনার চালান নিয়ে নাভারন থেকে মাহেন্দ্রযোগে বেনাপোল আসছে।

এর ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে গাড়িটি থামিয়ে তাকে তল্লাশি করা হয়। পরে তার পরিহিত প্যান্টের বেল্টের ভেতর থেকে আট স্বর্ণের বার পাওয়া যায়।

এ সময় রবিউলকে আটক করা হয়। মামলা দিয়ে রবিউলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।