বগুড়ায় বিপুল পরিমাণ প্রাচীন ধাতব মুদ্রাসহ ৯ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ ১১:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৮ বার।

বগুড়ায় কথিত প্রাচীন ধাতব মুদ্রাসহ ৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতভর শহরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৮টি কথিত মুদ্রা ও ৩টি বিশেষ ধরনের ধাতব পদার্থসহ তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে ডিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই অভিযানের কথা জানানো হয়।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো- বগুড়া শহরের লতিফপুর কলোনী এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে আজিজার রহমান (৪৫), শহরদীঘি এলাকার সমজান আলীর  ছেলে লিটন প্রামাণিক (৩৫), শিবগঞ্জ উপজেলার মৃত দারাজ আলীর ছেলে রুহুল আমিন (৫২),সৈয়দপুর ভাটরা এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ সাইদুর রহমান (৫০), নরিয়াল শিয়ালী এলাকার নবাব আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), গাবতলী উপজেলার তরফসরতাজ এলাকার ছবেদ আলীর ছেলে আবু নাছের (৪০), পদ্মপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে রোকন উদ্দি গুটলু (৫০), শাজাহানপুর উপজেলা জোড়ামালা এলাকার নেসির উদ্দিনের ছেলে গোলাম রব্বানী (৪০) ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার ছবির আলীর ছেলে বাছেদ আলী (৩৮)। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আছলাম আলী জানান, শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে খোলা মাঠে কিছু ব্যক্তি ধাতব মুদ্রা ক্রয়-বিক্রয় করছে বলে খবর পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অন্যদেরর গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৮টি কথিত ধাতব মুদ্রা এবং ৩টি বিশেষ ধরনের ধাতব পদার্থ উদ্ধার করা হয়। আছলাম আলী বলেন, কথিত প্রাচীন ধাতব মুদ্রাগুলোতে ‘ভিক্টেরিয়া কুইন, ‘ইস্টইন্ডিয়া কোম্পানী হাফ আনা’ ও ‘ভাস্কোদাগামা’ ইত্যাদি লেখা ছিল। এগুলো দিয়ে তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতো। এক প্রশ্নের জবাবে ডিবির পরিদর্শক আছলাম আলী বলেন, উদ্ধারকরা দ্রব্যগুলো আদৌ মুদ্রা কি’না সেটি আমরা নিশ্চিত নই।