বিতর্ক ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে বগুড়ায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিল শতাধিক শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ ১৪:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

বগুড়ায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেছে শতাধিক শিক্ষার্থী। 
ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতি বিরোধী মনোভাব সম্পন্ন গড়ে তোলার প্রত্যেয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় বুধবার সকালে শহরের তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে প্রতিযোগিতা, সচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ এবং শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বর্ণকার জহুরুল ইসলাম রতনের সভাপতিত্বে সচেতনতামূলক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে সোনার বাংলাদেশ গড়তে প্রথমে নিজেকে অন্তর থেকে দুর্নীতিমুক্ত হওয়ার আহবান জানান। তিনি বলেন বর্তমান বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি প্রবেশ করেছে তা দমনে দুদক কাজ করে যাচ্ছে কিন্তু যারা ভবিষ্যৎ বাংলাদেশ কে নেতৃত্ব দিবে তারা যেন দুর্নীতিমুক্ত থাকে তাই এখন থেকেই তাদের দুর্নীতি বিরোধী ইতিবাচক মনোভাব গঠনের মাধ্যমে গড়ে তুলতে হবে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সঞ্জু রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া গ্রন্থ কেন্দ্রের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, জেলা দুপ্রকের কার্যনির্বাহী সদস্য যথাক্রমে ইমতিয়াজ আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন তোতা, মনোয়ারা খাতুন সোহানা, জাহাঙ্গীর হোসেন, বাবুল আখতার রিপন, হারুনার রশিদ ও নূরদিয়া জাহান।

রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন জেমি আক্তার, রুকাইয়া খাতুন, শামিমা ইয়াসমীন এবং ফারিহা, আফরিনা হক ও সুমাইয়া আক্তার। বাংলাদেশের উন্নয়নে দুর্নীতিই প্রধান অন্তরায় বিষয়ে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন জয়ী দলের দলনেতা সুমাইয়া আক্তার।