হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মদিনে শিশুদের পাশে হিমু পরিবহণ

প্রেস রিলিজ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ ১৪:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮৮ বার।

কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন উপলক্ষে তাঁর ভক্তদের সংগঠন হিমু পরিবহন ‘৭১-এ হাসিমুখ’ শিরোনামে এক বর্ণিল আয়োজন করে। ১৩ নভেম্বর বিকেল সাড়ে চারটায় গল্পবলা, গানশোনা, কেককাটা, শিশুদের মাঝে খাবার বিরতণের মতো বিভিন্ন আয়োজন নিয়ে বগুড়া পৌর পার্কে আনন্দমুখর এই পরিবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বগুড়ার সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, ম্যাক্সমোটেল এর সত্বাধিকারী গোলাম সাকলায়েন বিটুল, সংগঠনের উপদেষ্টা তাহমিনা পারভিন শ্যামলী, কবি সিকতা কাজল, আলোর দিশারী পথশিশু স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবিব বিভু, সাধারণ সম্পাদক আদিত্য কুমার, সংগঠনের সভাপতি আমির খসরু সেলিম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।


"আলোর দিশারী" পরিবার এর জন্ম হয় ছিন্নমূল মানুষের জীবন মান উন্নয়নের প্রত্যাশায়। তারা স্বপ্ন দেখে একদিন বাংলাদেশের কোন মানুষ খাদ্য,বস্ত্র,বাসস্থান, চিকিৎসা, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে না। একই স্বপ্ন দেখে হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহণ। তাই তারা শিশুগুলোর মুখের হাসিকে স্থায়ী করতে কাজ করে যাচ্ছে।


আনন্দঘন এই অনুষ্ঠানে কৌতুক পরিবেশন আহসান হাবিব নয়ন, গল্প শোনান ফিরোজ হাসান, লোকগীতি শোনান সিকতা কাজল। আয়োজনে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিম পোদ্দার, শিক্ষক জুলফিকার হায়দার, আইনজীবি মামুনুর রশিদ, কবি শুভ ইসলাম, আলোর দিশারীর শিক্ষকবৃন্দ ও হিমু পরিবহণের সদস্যবৃন্দ। পৌরপার্কে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানটি করায় পার্কে আগতরা এটি উপভোগ করেন।