রেলের টেন্ডার: আওয়ামী লীগের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ ১৬:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০ বার।

রাজশাহী রেল ভবনে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সানোয়ার হোসেন রাসেল নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন চারজন। রাসেল নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সেক্রেটারি আনোয়ার হোসেন রাজার ছোট ভাই। খবর দেশ রুপান্তর 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রেল ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ নেতা রাজা ও মহানগর সৈনিক লীগের সাধারণ সম্পাদক সুজন আলীর মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। রেলভবনে আধিপত্য নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছিল। বুধবার দুপুর ২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে পাঁচজন আহত হলে রাজা, রাসেল ও আওয়ামী লীগ কর্মী সোনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনেরই বাড়ি নগরীর শিরোইল কলোনি বাস্তুহারা এলাকায়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় অপারেশন থিয়েটারে রাসেলের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুসারী নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। এ নিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও হাসপাতালের আনসার সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

নগরীর চন্দ্রিমা থানার ওসি শেখ মো. গোলাম মোস্তফা জানান, দুপুরে দু পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাজা ও তার ভাই রাসেল গুরুতর আহত হন। গুরুতর আহত রাজা ও তার ভাই রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পরে মামলা হবে বলে জানান ওসি।