বগুড়ায় একগুচ্ছ আয়োজনে উদযাপিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ ১২:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৩১ বার।

বগুড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে একগুচ্ছ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। 'আসুন পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি' প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকাল ৯ টায় বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে কর্মসুচী শুরু হয়।   

এসময় বেলুন উন্মুক্ত করে র‌্যালীর উদ্বোধন করেন বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডঃ মকবুল হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী। দিবসটি উপলক্ষ্যে বগুড়া ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে 'বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়'  ক্যাম্পও অনুষ্ঠিত হয়। 

র‌্যালীটি বগুড়া ডায়াবেটিক সমিতির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন বগুড়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মাহবুব হামিদ তারা, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব তারেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহেল কাফী-ছানা, দপ্তর সম্পাদক একেএম ফজলুল হক রেন্টু, নির্বাহী সদস্য আব্দুল খালেক বাবলু, তোফাজ্জল হোসেন, এম এ জিন্নাহ, শাহেদ জাবেদুর, সাবেক নির্বাহী সদস্য ডাঃ গাজী সাইফুল আলম চৌধুরী, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার আব্দুল হান্নান ও পরিসংখ্যানবিদ শাহরুল ইসলাম খান, বগুড়া ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যবৃন্দ, বগুড়া স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানীর প্রতিনিধিগণ।

র‌্যালী শেষে সাড়ে ১০ টা থেকে বগুড়া ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে 'বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়' ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডায়াবেটিস আছে কিনা তা জানার জন্য ক্যাম্পে বিপুল মানুষের সমাগম ঘটে। যাদের ডায়াবেটিস সনাক্ত হয়েছে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে উপস্থিত ৫ শতাধিক মানুষের বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় পরীক্ষার পাশাপাশি হাসপাতালে আগত ৩ শতাধিক রেজিষ্টার্ড ডায়াবেটিক রোগীদের ক্রিয়েটিনিন (কিডনী) ও এএলটি (লিভার) পরীক্ষাও ফ্রি করে দেয়া হয়েছে।

র‌্যালী শেষে বগুড়া ডায়াবেটিক সমিতির হলরুমে সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডঃ মকবুল হোসেন মুকুল-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, 'বেসরকারী এক সমীক্ষায় দেখা গেছে ২০৪৫ সাল নাগাত বিশ্বে ডায়াবেটিস রোগী ১০০ কোটি ছাড়িয়ে যাবে। সনাক্তের বাহিরেও থেকে যাবে আরও অনেক রোগী। ডায়াবেটিস ধীরে ধীরে পারিবারিক অশান্তির মূল কারন হয়ে দাঁড়াবে একসময়।'

বক্তারা আরো বলেন, 'নিকট অতীতেও আমরা ডায়রিয়া, কলেরার মত সংক্রামক ব্যাধিতে গ্রামের পর গ্রাম মানুষকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখেছি। এখন আর সে দিন নেই। আমরা সেসব রোগকে জয় করেছি শুধুমাত্র আলোচনা ও সচেতনার কারনে। ডায়াবেটিস নিয়েও পারিবারিক আলোচনা ও সচেতনতা দরকার। কারন অন্ধত্ব, অঙ্গহানি, হৃদরোগ, কিডনী জটিলতা এবং অকাল মৃত্যুর অন্যতম কারন হচ্ছে ডায়াবেটিস। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এখনই সজাগ হতে হবে এবং ডায়াবেটিস থেকে পরিবার ও প্রজন্মকে রক্ষা করার জন্য এখনই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।'

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বগুড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার, বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস’র উপ নির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান, বগুড়া ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব তারেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহেল কাফী-ছানা, দপ্তর সম্পাদক একেএম ফজলুল হক রেন্টু, বগুড়া স্বাস্থ্যসেবা হাসপাতালের নির্বাহী পরিচালক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জাকিরুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডাঃ রোকশানা বানু, শিশু বিশেষজ্ঞ ডাঃ আলী আশরাফ, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ জাহিদ আক্তার, ডাঃ মজনু মিয়া ও ডাঃ আলী আজাদ মিলনসহ আরও অনেকে।