আপনারা কিছু মনে করবেন না প্লিজ: মুমিনুল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ ১৫:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৮ বার।

ভারত সফরে বাংলাদেশ দলকে টেস্ট সিরিজে নেতৃত্ব দেয়া মুমিনুল হক সৌরভ বলেন, আমরা যখন কোনো সিরিজ খেলতে নামি আপনাদের (সাংবাদিকদের) একটা বড় ভূমিকা থাকে। কথাটা হয়তো আমার বিপক্ষে যেতে পারে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ।

বৃহস্পতিবার ইন্দোর টেস্টের প্রথম ইনিংসের খেলা শেষে মুমিনুল বলেন, আপনারা (সাংবাদিকরা) এমনভাবে সব প্রশ্ন করেন, যেমন ধরুন রশিদ খান আছে, সেটা বারবার মনে করিয়ে দিতে থাকেন। আপনি যতই সেটা চিন্তা না করতে চান, আপনাকে ভাবিয়ে তুলবেই।

বাংলাদেশ দলের এ টেস্ট স্পেশালিস্ট খ্যাত ব্যাটসম্যান আরও বলেন, আমাকে যে প্রশ্ন করেন সেটির উত্তর আমাকেই দিতে হবে। কিন্তু মাঝে মাঝে একই প্রশ্ন করলে কী হয়, দেখা গেল আগে কখনো যেটা ভাবিনি, সেটা মাথায় ঢুকে যায়। একবার ঢুকে গেলে হয়তো মাথায় সেটাই খেলতে থাকে। তবে হ্যাঁ, এখানে আমাদের সবার মানসিকভাবে আরও শক্ত হতে হবে।

ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া প্রসঙ্গে মুমিনুল বলেন, টেস্টে তারা এক নম্বর দল। তাদের সঙ্গে খেলতে হলে আমাদের অনেক বেশি শক্ত হতে হবে। আমার কাছে মনে হয় এ জায়গায় একটু পিছিয়ে গিয়েছিলাম। তারা মানসিকভাবে তৈরি হয়ে নেমেছে। যদি বলি আপনাদের কাছে হয়তো হাস্যকর লাগবে।