মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ তদন্তের অনুমোদন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ ১৬:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর চালানো মানবতাবিরোধী অপরাধ তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

দ্য গার্ডিয়ান জানায়, প্রসিকিউশনের আবেদনে বিচারকরা এ অনুমোদন দিয়েছেন বলে বৃহস্পতিবার আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গাদের ওপর অভিযানে বড় ধরনের অপরাধ সংগঠিত হয়েছে, এমন অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের বিরুদ্ধে। 

মিয়ানমার আইসিসির সদস্য না হলেও রোহিঙ্গা পরিস্থিতি বাংলাদেশের সঙ্গেও জড়িত। বাংলাদেশ আইসিসির সদস্য হওয়ায় এ ইস্যুতে তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক আদালতটি।

আইসিসি জানায়, 'এটা বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে যে, রোহিঙ্গাদের ওপর ব্যাপকভাবে এবং/অথবা সুপরিকল্পিতভাবে সহিংস কর্মকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে, যা সংখ্যালঘু গোষ্ঠিটির মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পাড়ির পেছনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকতে পারে। এ জন্য চেম্বার বাংলাদেশ/মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে তদন্ত শুরু করার অনুমোদন দেয়'।

সোমবার মিয়ানমারের বিরুদ্ধে দেশটির মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত মামলা দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া।

মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

এই মামলার দুই দিন পর আইসিসি মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ তদন্তের অনুমোদন দিল।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে দেশটির রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গারা দেশ ছাড়ে। সেসময় প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মিয়ানমারের বাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে।