কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে চার্জশিট দিল সিআইডি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ ১৬:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

কপিরাইট আইনের লঙ্ঘন ও অফিসে বিদেশি মদ রাখার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা দুটি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা।

মামলা  সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তেজগাঁও থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। এ সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ ‘টাকিলা’ মদ পাওয়া যায়। লাইসেন্স ব্যতীত বিদেশি মদ নিজের দখলে রাখায় তার বিরুদ্ধে গত ২৩ জুলাই তেজগাঁও থানায় মামলা করা হয়। সিআইডির উপ-মহাপরিদর্শক (সাইবার পুলিশ) মো. শাহ আলম বলেন, কপিরাইট লঙ্ঘনের মামলার তদন্ত করতে গিয়েই আমরা আসিফ আকবরের অফিসে মদ পাই। পরে মাদক মামলা করা হয়। গতকাল সেই মামলার চার্জশিট দেওয়া হয়েছে।