বললেন প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিতেই প্রার্থী হয়েছি

বগুড়া শহর আ’লীগে সা. সম্পাদক পদে কাউন্সিলরদের সমর্থন চাইলেন রাসেল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ ১৬:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৫ বার।

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য কাউন্সিলরদের সমর্থন চেয়েছেন সাবেক সাংসদ হাসান আলী তালুকদারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসেল। বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই পদে প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমুলের ত্যাগী নেতা-কর্মীদের এগিয়ে আসার যে আহবান জানিয়েছেন তাকে স্বাগত জানিয়ে আমি প্রার্থী হয়েছি।’ 
সংবাদ সম্মেলনে কম্পিউটারে কম্পোজ করা এক পৃষ্ঠার লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন মাহমুদুন্নবী রাসেল। এ সময় শহর আওয়ামী লীগের বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৬ নভেম্বর বগুড়া শহর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের জন্য ৪৪৯কে কাউন্সিলর মনোনীত করা হয়েছে। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য গত ৫ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। সভাপতি পদে এরই মধ্যে শহর আওয়ামী লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে ৪জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। মাহমুদুন্নবী রাসেল ছাড়া অন্য তিনজন হলেন- বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক শেখ শামিম, শাহাদৎ হোসেন শাহীন এবং ওবায়দুল হাসান ববি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাহমুদুন্নবী রাসেল জানান, তার পিতা হাসান আলী তালুকদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭০ সালে তৎকালীন জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু তার পিতাকে বগুড়ার গাবতলী থেকে দলের প্রার্থী করেন। নিজেকে আওয়ামী ঘরানার রাজনৈতিক আদর্শের দীক্ষিত সৈনিক দাবি করে রাসেল বলেন, ‘আমি বাল্যকাল থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত। যে কারণে স্কুল জীবন হতেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়ি। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ আমার চিন্তা-চেতা ও ধ্যান-জ্ঞান।’
অতীতে বগুড়ায় ছাত্রলীগে বিভিন্ন শাখা কমিটিতে দায়িত্ব পালনের কথা জানিয়ে তিনি বলেন, গত শতাব্দীর আশির দশকের শেষ দিকে আমি ছাত্রলীগে সক্রিয় হই এবং ৪নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এরপর ছাত্রলীগের শহর কমিটিতে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সরকারি আজিজুল হক কলেজ শাখার আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করি। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হই।
ছাত্রত্ব শেষ হওয়ার পর অভিভাবক সংগঠন আওয়ামী লীগের বগুড়া শহর কমিটিতে সদস্য পদ গ্রহণ করা মাহমুদুন্নবী রাসেল জানান, ছয় বছর আগে সদস্য পদ লাভ করার পর থেকে তিনি শহর আওয়ামী লীগের সকল কর্মসূচীতে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। আগামীতে দলের জন্য নিবেদিত থাকার কথা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দলের নেত্বত্ব গ্রহণের জন্য তৃণমুলের ত্যাগী নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তাঁর সেই আহবানে সাড়া দিয়েই আমি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। এজন্য আমি কাউন্সিলরদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।’