আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের ৫০বছর পূর্তি উৎসব

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮ ০৫:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৭৯ বার।

নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ সরকারিকরন ও ৫০বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করা হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠানের প্রথমেই এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় এমপি মোঃ বসিরাফিল আলম।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মাহবুবুল হক দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়,উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, রাজশাহী শাহ্ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ মোল্লা মো: সোহরাবুল আহসান রোমিও, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু,আব্দুল মান্নান প্রমুখ।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ১৯৬৮ সালে কলেজটি প্রতিষ্ঠিত গত ৫০বছর ধরে জ্ঞান-বিজ্ঞানে স্বপ্ন প্রদীপ হাতে নিয়ে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। সাবেক পার্লামেন্টারীয়ান মোল্লা আজাদের প্রচেষ্টায় ও দক্ষিণার এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী এই কলেজ সরকারিকরন করায় এলাকাবাসীর পক্ষ থেকে তিনি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনে দক্ষ মানবসম্পদ বিনির্মানে বর্তমান প্রধানমন্ত্রী ও সরকারকে এই এলাকার মানুষ চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরন করবে।”
আলোচনা শেষে বিকেলে কলেজ প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।