বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে আবারও দুঃসাহসিক চুরি!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১১ বার।

উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক পিঠস্থান বগুড়ার শেরপুরের মা ভবানীর মন্দিরে এক মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কে বা কারা তালা ভেঙে দানবাক্সে থাকা নগদ কয়েক হাজার টাকা ও বৈদ্যুতিক বাতি (লাইট) চুরি করে নিয়ে যায়। 

মন্দির পরিচালনা ও সংস্কার আহবায়ক কমিটির সদস্য নিমাই ঘোষ জানান, প্রতিদিনের মতো ওইদিন সন্ধ্যায় উপজেলার ভবানীপুর এলাকাস্থ ঐতিহাসিক মা ভবানীর মন্দিরের পুরোহিত আরতি করেন। এরপর কেয়ারটেকার অর্পুব তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। কিছু সময় পর তারা আবার মন্দির এলাকায় এলে অন্ধকার দেখতে পান। এমনকি মন্দিরের একাধিক স্থানে লাগানো বৈদ্যুতিক বাতিও (লাইট) নেই। একপর্যায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে আবারও চুরির বিষয়টি টের পান। তারা দেখতে পান মন্দিরের দান বাক্সের তালা ভাঙা। এমনকি ওই বাক্সে কোন টাকা-পয়সাও নেই। গেল এক মাস আগেও একই ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, মৌখিকভাবে চুরির বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।