আহব্বায়ক শামীমা সুলতানা ও সদস্য সচিব মাহমুদুর

বগুড়ায় স: আ: হক কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পুনর্মিলনী আহব্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ ১৪:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৪৭ বার।

বগুড়া সরকারী আাজিজুল হক কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা সুলতানা কে আহব্বায়ক ও জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়ার উপ-পরিচালক মুহাম্মদ মাহমুদুর রহমান কে সদস্য সচিব করে ওই বিভাগের সকল প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী ও এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের জলেশ্বরীতলা স্থানীয় একটি রেস্টুরেন্টে অত্র বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় আহব্বায়ক, ৭ জন যুগ্ম আহব্বায়ক, সদস্য সচিব এবং ২৭ সদস্য বিশিষ্ট উক্ত আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও আগামী বছর ৬ই মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত পুনর্মিলনীর আহব্বায়ক কমিটিতে যুগ্ম আহব্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শাহ আলম (শাহীন), মঞ্জুরে আলম রাসেল, সৈয়দ মোস্তফা কামাল, আবুল ইনকিলাব মো: সাজ্জাদুল হায়দার, রাজেদুর রহমান, দেলওয়ার হোসেন এবং শাহিন রেজা। আহব্বায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুর রহমান আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত পুনর্মিলনীতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় সকলের অংশগ্রহণে প্রাথমিকভাবে পুনর্মিলনী কে সামনে রেখে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।