বিটপা সম্মেলন-২০১৯

বগুড়ায় অনলাইন পেশাজীবীদের মহামিলন : আয়োজনে বিওপিসি

জাকির আরেফিন শুভ
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ ১৬:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩০ বার।

শনিবার দিনব্যাপী অন্যরকম এক কোলাহলে মেতে থাকবে বগুড়ার শহীদ টিটু মিলনায়নে সমবেত হওয়া ৮শত আইটি পেশাজীবী। বয়সে এরা অধিকাংশই তরুণ এবং বহুল আলোচিত অনলাইন পেশার সাথে জড়িত। এ পেশায় তাদের আরও উদ্বুদ্ধ করতে এবং বিভিন্ন কারিগরী সহায়তা দিতে দেশের অনলাইন জগতের রথি মহারথিরাও উপস্থিত থাকবেন এখানে। 
বলছিলাম বিটপা কনফারেন্স ২০১৯-এর কথা। বাংলাদেশ আইটি প্রফেশনাল এসোসিয়েশন (বিটপা) হচ্ছে আইটি পেশাজীবিদের নিয়ে গঠিত একটি প্লাটফর্ম। বগুড়া অনলাইন প্রফেশনাল কম্যুনিটি অর্থাৎ বিওপিসি’র ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া তথা উত্তরাঞ্চলে এই প্রথমবারের মত বিটপা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে খুলনাতে দুইবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।    
বিওপিসি’র সভাপতি মাহমুদুর রহমান মাসুম পু-্রকথা’কে জানান, অনলাইন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে সবরকম সহযোগিতা প্রদান এবং নতুনদের আইটি পেশায় উদ্বুদ্ধ করতে প্রতি বছর বিটপা সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজনের সাথে আরও রয়েছে আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপ ও অনলাইন তথ্যপ্রযুক্তি প্রশিক্ষনদাতা প্রতিষ্ঠান শিখবে সবাই। এই সম্মেলনে দেশের ৫৩ জেলা থেকে আগত ৮শত পেশাজীবী অংশ নিচ্ছে। 
বিটপা’র সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণরাও আইটিতে পিছিয়ে নেই। ফ্রিল্যান্সিং করে নিজেদের ক্যারিয়ার গড়ছে। অথচ এ পেশায় জড়িতদের সামাজিক মর্যাদার অভাব রয়েছে। অন্যান্য পেশাজীবীদের মত আইটি প্রফেশনালদের (অনলাইন) সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, কর্মদক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরী, দেশের অগ্রগতিতে সহায়তা ইত্যাদি উদ্দেশ্য নিয়ে বিটপা গঠিত হয়েছে।
অন্যদিকে বিওপিসি’র যাত্রা শুরু ২০১৪ সালে। এরই মধ্যে বগুড়া ও আশেপাশের ফ্রিল্যান্সারদের নিয়ে তারা বেশ কিছু ইভেন্ট ও কনফারেন্সের আয়োজন করেছে। তবে বিটপা-২০১৯ সম্মেলন তাদের সবচেয়ে বড় সফলতা বলে বিওপিসি’র কর্ণধাররা এ প্রতিবেদককে জানায়। 
সম্মেলনে তথ্যপ্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবেন সাজিদ ইসলাম প্রান্ত, আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম, আব্দুল আওয়াল, তাপস, রুকাইয়া মুন্নী, তৌহিদ রহমান, এসএম বেলাল উদ্দিন, জাফর হোসেন জাফি, শেখ মাসুদুর রশিদ, সাজিদ ইভান, রিফাত এম হক, সাইফ হাসান, মাহমুদুর রহমান মাসুম, ফরহাদ, নাহিদ হাসান, হাসান জুবায়ের, সুলতান দিফান, নাজমুস সাকিব, মাসুম রানা, ফয়সাল জাফরি, কামরুজ্জামান শিশির, মুস্তাফা মামুন, মিজানুর রহমান মিজান, আনাম, রেক্স, শাহাদত, মুস্তাকিম বিল্লাহ, নুরুদ্দিন, জিয়াউল হক, পলাশ, প্রসেনজিত মালাকার, মোহাম্মদ আসিফ এবং হাসিন হায়দারসহ দেশ সেরা প্রায় ৪০ জন আইটি এক্সপার্ট।
বিটপা সম্মেলন সকাল ৮টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাফেল ড্র’র মধ্য শেষ হবে বলে জানা গেছে।