বিপর্যয়ে বাংলাদেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ০৬:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

দ্বিতীয় ইনিংসেও একই চিত্র। ছন্নছাড়া ব্যাটিংয়ে হতশ্রী অবস্থা বাংলাদেশের। একের পর এক ব্যাটসম্যান আসছেন আর যাচ্ছেন। সবশেষ যাওয়া- আসার মিছিলে যোগ দিলেন মোহাম্মদ মিঠুন। ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে স্কয়ার লেগে খেলতে গিয়ে মায়াঙ্ক আগারওয়ালকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ৪৮ রান করেছেন টাইগাররা। স্বাভাবিকভাবেই বিপর্যয়ে পড়েছেন তারা। ক্রিজে রয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তারাও সাবলীল হতে পারছেন না।

দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৪৯৩ রানেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এতেই ৩৪৩ রানের লিড নেয় তারা। ফলে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সাদমান ইসলাম দিনের খেলা শুরু করেন।

তবে আশা দেখাতে পারেননি তারা। নড়বড়ে ব্যাটিংয়ে দ্রুত সাজঘরে ফেরেন দুই ওপেনার। দিনের সূচনালগ্নে উমেশ যাদবের স্ট্যাম্পের বল ক্রস ব্যাটে খেলে সোজা বোল্ড হয়ে ফেরেন ইমরুল। সেই রেশ না কাটতেই ইশান্ত শর্মার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সাদমান। তার আউটের দৃশ্যটিও একইরকম। ভীষণ দৃষ্টিকটুও বটে।

ব্যাটিংঅর্ডারের তিন নম্বরে আস্থার প্রতিদান দিতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। শামির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। যদিও প্রথমে তাতে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। পরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি রিভিউ নিলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন তিনি।

এর আগে যাচ্ছেতাই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হন টাইগাররা। পরে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি এবং আজিঙ্কা রাহানের ৮৬ রানের অনবদ্য হাফসেঞ্চুরিতে ৪৯৩ রানের পাহাড় গড়ে ভারত।