দিল্লিতে অক্সিজেন বার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ০৬:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০২ বার।

ভারতের রাজধানী নয়াদিল্লি গত কিছুদিন ধরেই বায়ুদূষণে বিপর্যস্ত। দিল্লির বেশকিছু এলাকার স্কুল-কলেজ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত বাস্তবতায় দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানার বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত বায়বীয় উপাদানে। দূষণের মধ্যেই দিল্লিতে অর্থের বিনিময়ে

অক্সিজেন বিক্রি শুরু হয়েছে। ২৯৯ রুপির বিনিময়ে যে কেউ দিনে একবার পনেরো মিনিটের জন্য বিশুদ্ধ অক্সিজেন সেবন করতে পারবেন। যে কেউ চাইলে সাতটি ভিন্ন সুগন্ধির অক্সিজেন পেতে পারেন ওই বারে। সুগন্ধিগুলোর মধ্যে দারুচিনি, কমলা, লেবু, গোলমরিচ, ইউক্যালিপটাস ও ল্যাভেন্ডারের ঘ্রাণ অন্যতম। অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দিয়ে ৯০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। খবর দেশ রুপান্তর 

চলতি বছরের মে মাসে রাজধানী সাকেট মেট্রো স্টেশনে অক্সি পিউর নামে প্রথম অক্সিজেন বার খোলা হয়। এ ছাড়া সিটি ওয়াক মল এলাকাতেও একটি বার বসানো হয়েছে। ধীরে ধীরে রাজধানীর আরও কয়েকটি স্থানে এই বার বসানো হবে বলে জানিয়েছে অক্সি পিউর। আগামী ডিসেম্বরে দিল্লি বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে একটি অক্সি পিউরের বার বসানো হবে।

অক্সি পিউরের কর্মকর্তা বনি ইরেংবাম জানান, তারা ভোক্তাদের ১৫ মিনিটের জন্য বিভিন্ন সুগন্ধির অক্সিজেন গ্রহণের সুবিধা দিয়ে থাকেন। একটি টিউবের সাহায্যে এই অক্সিজেন গ্রহণ করতে হয়। তবে একজন ব্যক্তি দিনে একবারের বেশি নিতে পারবেন না ওই অক্সিজেন।

ভারতে অক্সিজেন বিক্রির এমন ধারণা নতুন হলেও চীন ও কানাডায় আরও আগে থেকেই বিশুদ্ধ অক্সিজেন বিক্রি হয়ে আসছে। মানবশরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে ও সংক্রামক ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করার ধারণা থেকে অক্সিজেন বিক্রি শুরু হয়। শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এতে রক্তের বিষাক্ত উপাদান কমে এবং হতাশা দূর হয়।

অক্সি পিউরের অক্সিজেন সেবন করতে ২৯৯ রুপি লাগলেও সুগন্ধি অনুসারে দামেরও তারতম্য আছে।