আবরারের মায়ের সঙ্গে খাবার খেলেন বুয়েট শিক্ষার্থীরা, অংশ নিলেন দোয়ায়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ০৮:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

ভারতবিরোধী চুক্তি বিরোধিতার জেরে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত আবরার ফাহাদের মায়ের সঙ্গে দেখা করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

আবরারের মাকে সান্ত্বনা দিতে শুক্রবার কুষ্টিয়া যান বুয়েটের কিছু শিক্ষার্থী। তারা সেখানে আবরারের মায়ের সঙ্গে দুপুরের খাবার খান এবং মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

জানা গেছে, আবরার নিহত হওয়ার পর থেকে তার মা রোকেয়া খাতুনের আহাজারি এখনও থামেনি। ঠিকমতো খাওয়া-দাওয়া করেন না, সবকিছুই যেন তার এলোমেলো।

বুয়েট শিক্ষার্থীদের ‌বুয়েটিয়ান ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে পোস্ট করা কয়েকটি ছবির সঙ্গে লেখা হয়- ‘অনেক দিন হচ্ছে, সন্তান হারানোর শোকে আমাদের মা ঠিকমতো খেতে পারছেন না। আজ কুষ্টিয়ায় আমাদের প্রিয় বন্ধু-ভাই আবরারের গ্রামের বাড়িতে আমাদের প্রিয় দুঃখিনী মাকে নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খেলাম।

জানি, আমরা কেউই আবরারকে ফিরিয়ে দিতে পারব না, পারব না প্রিয় মায়ের সন্তান হারানোর দুঃখ ভুলিয়ে দিতে। কিন্তু আমরা সবাই সব সময় আবরার হয়ে থাকতে চাই আমাদের মায়ের সঙ্গে’।

প্রসঙ্গত গত ৫ অক্টোবর দিল্লিতে হায়দ্রারাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসব চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ।

পরদিন রাতে বুয়েট শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী।