আইপিএল ২০২০: যেসব ক্রিকেটারদের ধরে রাখল ফ্র্যাঞ্চাইজিগুলো

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ০৮:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। আগামী ১৯ ডিসেম্বর সিটি অব জয় কলকাতায় হবে এবারের আসরের মেগা নিলাম। এর আগেই ঢেলে দল সাজাতে তৎপর দলগুলো। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধরে রেখে বাকি খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে তারা।

নিলামের আগে ট্রান্সফার উইন্ডোতে মোট আটটি দল ৩৫ জন বিদেশিসহ ১৬২ জন খেলোয়াড় ধরে রেখেছে। একনজরে দেখে নিন যেসব ক্রিকেটারদের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো-

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, মুরালি বিজয়, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়েকোয়াড়, ডোয়াইন ব্রাভো, করণ শর্মা, ইমরান তাহির, হরভজন সিং, মিচেল সান্টনার, শার্দুল ঠাকুর, কেএম আসিফ, দীপক চাহার, এন জগদীশন, লুঙ্গে এনগিদি ও মনু সিং।

দিল্লি ক্যাপিটালস: শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, রিশভ পন্থ, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, হর্শল প্যাটেল, আবেশ খান, রবীচন্দ্রন অশ্বিন, আজিঙ্কা রাহানে, কাগিসো রাবাদা, কিমো পাল ও সন্দীপ লামিচানে।

কিংস ইলেভেন পাঞ্জাব: কেএল রাহুল, করুণ নায়ার, মোহাম্মদ শামি, নিকোলাস পুরান, মুজিব-উর রহমান, ক্রিস গেইল, মনদীপ সিং, মায়াঙ্ক আগারওয়াল, হার্দুস ভিলজিওন, দর্শন নালকান্ডে, সরফরাজ খান, আকাশদীপ সিং, হারপ্রীত ব্রার, মুরুগান অশ্বিন, কৃষ্ণাপ্পা গৌতম ও জে সূচিত।

কলকাতা নাইট রাইডার্স: দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, কুলদীপ যাদব, শুভমন গিল, লোকি ফার্গুসন, নীতিশ রানা, রিঙ্কু সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, হ্যারি গারনে, কমলেশ নাগারকোটি, শিবম মাভি ও সিদ্ধেশ লাড।

মুম্বাই ইন্ডিয়ানস: রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ক্রুনাল পাণ্ডিয়া, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, রাহুল চাহার, আনমোলপ্রীত সিং, জয়ন্ত যাদব, আদিত্য তারে, অনুকুল রায়, ধবল কুলকার্নি, কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, শেরফেন রাদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকলেনাঘান ও ট্রেন্ট বোল্ট।

রাজস্থান রয়্যালস: স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন, জোফ্রা আর্চার, বেন স্টোকস, জোস বাটলার, রিয়ান পারাগ, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, মহিপাল লামরোর, বরুণ অ্যারন, মনন ভোরা, অঙ্কিত রাজপুত, মায়াঙ্ক মারকান্ডে ও রাহুল তেওয়াতিয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, মইন আলি, যুজবেন্দ্র চাহাল, এবি ডি ভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, মোহাম্মদ সিরাজ, পবন নেগি, উমেশ যাদব, গুরকিরাত মান, দেবদূত পাড্ডিকাল, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর ও নভদীপ সাইনি।

সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মনীশ পাণ্ডে, বিজয় শঙ্কর, রশিদ খান, মোহাম্মদ নবি, অভিষেক শর্মা, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, ভূবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল, শাহবাজ নাদিম, বিলি স্টানলেক, বাসিল থাম্পি ও টি নটরাজন।