কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাসের চালকের সহকারী গ্রেপ্তার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ০৮:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

ঢাকায় কৃষ্ণা রায়ের বাঁ পা পিষে দেওয়া ট্রাস্ট ট্রান্সপোর্ট বাসের চালকের সহকারী বাচ্চু মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের ঢাকা মহানগর পুলিশ সুপার বশীর আহমেদ।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট ঘটনার পর থেকে বাচ্চু মিয়া পালিয়েছিলেন। তাঁকে ঢাকা মেট্রো পিবিআই কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার তদন্ত করছে।

এর আগে ১ সেপ্টেম্বর ট্রাস্টের বাসচালক মোরশেদকে রাজধানীর মিরপুর এলাকার কাজীপাড়া থেকে গ্রেপ্তার করে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের একটি দল। পিবিআইয়ের পরিদর্শক মো. জুয়েল মিয়ার নেতৃত্বে দলটি বেশ কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর মোরশেদকে গ্রেপ্তার করে। মোরশেদের কাছে ভারী যানবাহন চালানোর কোনো লাইসেন্স পায়নি পিবিআইয়ের দলটি। মোরশেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি এখন কারাগারে।

পঙ্গু হাসপাতালে বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায়। পাশে স্বামী রাধেশ্যাম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক। গত ২৭ আগস্ট দুপুরে রাজধানীর বাংলামোটর মোড়ের ফুটপাতে হাঁটছিলেন কৃষ্ণা রায়। তখন ট্রাস্ট ট্রান্সপোর্টের বেপরোয়া গতির একটি বাস রাস্তা থেকে ফুটপাতে উঠে তাঁকে চাপা দেয়। এতে তাঁর বাঁ পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

ঢাকায় ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায়ের পরিবার দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে।