‘অর্থনীতি ভালো বলেই মানুষ বিয়ে করছে’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ০৯:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১০ বার।

অর্থনীতি কতটা ভালো আছে, সেটি বোঝাতে গিয়ে অদ্ভুত একটি উদাহরণ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ আঙ্গাদি। স্টেশন ভর্তি লোক আর বিয়ের সংখ্যার কথা তুলে ধরে তিনি দাবি করেন, তার দেশের অর্থনীতি ঠিকই আছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

নরেন্দ্র মোদির আমলে ভারতের অর্থনীতি পড়তির দিকে বলে বিভিন্ন জরিপে উঠে আসছে। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন বিজেপি বেশ চাপে আছে। এমন সময় দলকে ‘উদ্ধার’ করতে বিয়ের উদাহরণ দিলেন সুরেশ।

তারা ব্যাখ্যা, ‘দেশবাসী বিয়ে করছে, ট্রেন ও বিমানবন্দর ভর্তি লোক…এসবই প্রমাণ করে অর্থনীতি চাঙ্গা আছে।’

সাংসদ সুরেশ আরও বলেন, কিছু মানুষ অর্থনৈতিক সংকটের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন।

এখানেই থেমে থাকেননি, ‘প্রতি তিন বছর অন্তর অর্থনীতিতে চাহিদার ঘাটতি দেখা যায়। এটি চক্রাকারে আবর্তিত হয়ে আসছে। এরপর পুনরায় নিজের জায়গায় উঠে আসে অর্থনীতি।’