বগুড়ায় পৌর আওয়ামী লীগের সম্মেলন

'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ'- রাসিক মেয়র লিটন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ১০:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, '৯০ এর পর বিএনপি ক্ষমতায় এসে কৃষক হত্যা, শ্রমিক হত্যা সহ দেশে মিলকারখানা বন্ধ করে দিয়েছিল। খালেদার আমলে এশিয়ার বৃহৎ পাটকল আদমজী বন্ধ করে হাজার হাজার শ্রমিক বেকার করেছিল। ঐ সময়ে বাংলাদেশে পাটকল বন্ধ হলেও ভারতের কোলকাতা সহ পশ্চিবঙ্গে ১৭টি পাটকল চালু হয়। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।'


তিনি শনিবার দুপুরে বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সংগঠনের পৌর কমিটির আহবায়ক রফি নেওয়াজ খান রবিন এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ সভাপতি এড. মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, আলমগীর বাদশা, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, নাইমুর রাজ্জাক তিতাস, এবং লাইজিন আরা লীনা ।
 

সম্মেলনের ২য় পর্বে  ৪৪৯ জন কাউন্সিলর সাধারণ সম্পাদক নির্বাচনে  ভোট দিবেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন বর্তমান যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন শাহীন, শেখ শামিম, আবু ওবায়দুল হাসান ববি, সাবেক ছাত্রলীগ নেতা আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসেল । আর  সম্মেলনে পৌর আওয়ামীলীগের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন  রফি নেওয়াজ খান রবিন।