ইডেন টেস্টে আকাশ থেকে নামবে গোলাপি বল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ১১:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাস্যুটে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে নেমে আসবেন ভারতীয় সেনাকর্মীরা। এসে ভারত-বাংলাদেশ দুই দলের অধিনায়কের হাতে টেস্ট ম্যাচের বল তুলে দেবেন তারা।

ভারতের প্রথম দিবারাত্রির গোলাপি বলের টেস্ট স্মরণীয় রাখতে এমনই পরিকল্পনা নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।রাজ্য ক্রিকেট সংস্থাটির সচিব অভিষেক ডালমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্যারাট্রুপাররা দুটি গোলাপি বল নিয়ে আকাশ থেকে নেমে আসবেন। এসে ভারতীয় ও বাংলাদেশি অধিনায়কের হাতে তা তুলে দেবেন। এ নিয়ে দেশের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদফতরের সঙ্গে কথা হয়েছে।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, প্রথম তিনদিনের সব টিকিট শেষ।গতকাল শুক্রবারই তিনটি গোলাপি বল ইডেনে এসে পৌঁছেছে।

আগামী ২২ নভেম্বর বিখ্যাত ইডেনে গড়াবে ভারত-বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ও শেষ টেস্ট। আইসিসির নিয়মানুযায়ী, দিনরাতের টেস্ট খেলা হবে গোলাপি বলে। প্রথমবারের মতো এমন ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

সেটিকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নিয়েছে সিএবি। ঐতিহাসিক সেই টেস্ট দেখতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইডেনের প্রথানুযায়ী-ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করবেন এপার-ওপার বাংলার প্রধান।

এছাড়া ভারত-বাংলাদেশের ঐতিহাসিক লড়াই প্রত্যক্ষ করার নিমন্ত্রণ পেয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়সহ জীবিত প্রায় সব ভারতীয় অধিনায়ক। প্রথম টেস্ট খেলা বাংলাদেশের ক্রিকেটাররাও উপস্থিত থাকবেন। অতিথি অ্যাপায়নে রাজকীয় মধ্যাহ্নভোজনের আয়োজন করছে সিএবি। তাতে থাকছে ৫০ পদের খাবার।