বৌভাতে পেঁয়াজ উপহার!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ১৪:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

কুমিল্লা সদর উপজেলার কালখাড়পাড় এলাকায় ইমদাদুল হক রিপন মিয়া নামে এক ব্যক্তির বৌভাতে উপহার হিসেবে দেওয়া হয়েছে পেঁয়াজ। এ ঘটনা এলাকায় এবং সামাজিক যোগযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। খবর দেশ রুপান্তর 

৩২  সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বেশ আলোচনার সৃষ্টি করে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিদ্যুৎ বিভাগের কর্মচারী ও কালখাড়পাড় এলাকার হাজী আবদুর রহিমের ছেলে ইমদাদুল হক রিপনের বিয়ে হয়। আর শুক্রবার তার বাড়িতে বৌভাতের আয়োজন ছিল। দুপুরে রিপনের তিন বন্ধু সহিদ, শিপন ও শাহজাহান পাঁচ কেজি পেঁয়াজ বাজার থেকে ১ হাজার টাকায় কিনে উপহার হিসেবে নিয়ে যায়।

রঙিন র‌্যাপিং পেপারে মোড়ানো ছিলো পেঁয়াজের বাক্সটি। তবে বাক্সের বাইরে থেকে পেঁয়াজ দেখার ব্যবস্থাও ছিল। তাই বিয়ে বাড়িতে যারাই এসেছিলেন তাদের সবার কৌতুহলী দৃষ্টি ছিল ওই বাক্সের দিকে। মোবাইল ফোনে ব্যতিক্রমী ওই উপহারের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অতিথিরা। এক সময় সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
এ বিষয়ে বর ইমদাদুল হক রিপন জানান, বন্ধুরা মজা করে এমন উপহার এনেছে। তবে বিষয়টি চিরদিন মনে থাকবে। 

তিনি বলেন, হয়ত আমার বন্ধুদের এ পেঁয়াজ উপহার একটি নীরব প্রতিবাদও হতে পারে।