বগুড়ায় শেষ হলো বিটপা সম্মেলন ২০১৯

জাকির আরেফিন শুভ
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ১৫:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬৪ বার।

দিনভর বিভিন্ন আয়োজন ও অনলাইন পেশাজীবীদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো বিটপা ২০১৯ সম্মেলন। সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন বগুড়া পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হামিদ তারা, বিটপা’র সভাপতি মুজাহিদুল ইসলাম এবং বিওপিসি’র সহ-সভাপতি বুলবুল আহম্মেদ। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অদূর ভবিষ্যতে আইটি সেক্টর ৬০ হাজার বিলিয়ন ডলারের একটি বিশাল মার্কেট হয়ে উঠবে। আমাদের দরকার শুধু দক্ষ জনশক্তি। আশার কথা বগুড়ায় নারীরা অনলাইন পেশায় অনেক এগিয়ে গেছে। তাদের পাশাপাশি প্রশিক্ষণ পেলে ছোটরা এমনকি বয়স্করাও এই সেক্টরে অবদান রাখতে পারবে। 

বক্তারা আরও বলেন, ছোটবেলায় আমরা শুনেছি নলেজ ইজ পাওয়ার। কিন্তু এখন সময় পাল্টেছে। প্রযুক্তির এই যুগে আমরা মানতে বাধ্য হচ্ছি টেকনোলজি ইজ পাওয়ার।

বাংলাদেশ আইটি প্রফেশনাল এসোসিয়েশন সংক্ষেপে বিটপা হচ্ছে অনলাইন পেশাজীবিদের একটি সংগঠন। বগুড়ার স্থানীয় সংগঠন বিওপিসি অর্থাৎ বগুড়া অনলাইন প্রফেশনাল কম্যুনিটি’র ঐকান্তিক প্রচেষ্টায় উত্তরবঙ্গে প্রথমবারের মত এই সম্মেলন অনুষ্ঠিত হলো। দেশের ৫৩ জেলা থেকে প্রায় ৮শত অনলাইন পেশাজীবী এই সম্মেলনে অংশগ্রহন করে।

দিনব্যাপী এই সম্মেলনে দেশ সেরা ফ্রিল্যান্সার হাসিন হায়দারসহ প্রায় ৪০জন অনলাইন এক্সপার্ট তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।