বগুড়ায় নবান্নের নৃত্যানুষ্ঠান ‘বারো মাসে তের পাবন’ পরিবেশিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ ১৬:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

জাতীয় নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র আয়োজনে নৃত্যানুষ্ঠান ‘বারো মাসে তের পাবন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় পুরাতন শিল্পকলা একাডমী মিলনায়তনে এই নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মোবিন জিন্নাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ-এর বাংলা বিভাগের সহকারি অধ্যাপক লতা পারভীন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া’র সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দীকি, বঙ্গবন্ধু পরিষদের বগুড়া জেলা শাখা’র সাধারণ সম্পাদক এস এম মিল্লাত হোসেন। 
সম্মানিত অতিথিদের বক্তব্যের পাশাপাশি মাহাবুব হাসান সোহাগ-এর নৃত্য পরিচালনায় শিল্পীরা ৮টি দলীয় লোকজ নৃত্য পরিবেশন করেন মুমু, মাহিয়া, শায়েরী, নেহা, মেঘা, নদী, অলংকার, আমরীন, পূর্ণতা, দিপা, শ্রেষ্ঠা, অনুশা, অস্মিতা, সারা, রূপন্তী, গোধূলী, অর্ষা, অংগনা, পার্বতী, সুরুজ, রিপন, দোয়েল, সাকিল, দূর্জয়, সহ অন্যান্য শিল্পীবৃন্দ। 
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন মাহাবুব হাসান সোহাগ। উল্লেখ্য দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও দর্শকদেরকে চিড়া, মুড়ি, মোয়া, খই, মুড়ির মলা দিয়ে আপ্যায়ন করা হয়।