বগুড়ায় ৩ দিন ব্যাপী আইশার মেগা ট্রাক মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ ১২:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৫ বার।

 বগুড়ায় মেসার্স কৃষি প্রগতি ও রানার মটরস্ লি: এর উদ্যোগে রবিবার সকালে শহরের চারমাথা কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে ৩ দিন ব্যাপী আইশার মেগা ট্রাক মেলা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আইশার ১.৫ টন থেকে ৪০ টন পর্যন্ত প্রো-ট্রাকের উক্ত মেগা মেলার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ। মেসার্স কৃষি প্রগতির ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক আহমেদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-রাজী জুয়েল, মেসার্স কৃষি প্রগতির সত্ত্বাধিকারী ইমতিয়াজ আহমেদ, রানার মোটরস্ লি: এর ব্যবস্থাপক আশরাফুজ্জামান এবং উপ-ব্যবস্থাপক সালাহ্ উদ্দিন। এসময় রানার মোটরস্ লি: এবং কৃষি প্রগতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন উপহারসহ নগদ ও সহজ কিস্তিতে ট্রাক সরবরাহ করা হচ্ছে বলে জানান মেলার আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার। তিন ব্যাপী এই মেলা শেষ হবে আগামী ১৯ নভেম্বর যা খোলা থাকবে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।