৩৭ বলে সেঞ্চুরি করা ইউসুফ পাঠানকে সম্মান জানাল আইসিসি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ ১২:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪২ বার।

ভারতীয় সাবেক তারকা অলরাউন্ডার ইউসুফ পাঠানকে সম্মান জানিয়ে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার ৩৭তম জন্মদিন ছিল ইউসুফ পাঠানের। ভারতের সাবেক এ তারকা ক্রিকেটারের জন্মদিনকে সম্মান জানিয়ে টুইট করে আইসিসি।

আইসিসি টুইট বার্তায় লেখে, ‘২০১০ সালে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন রাজস্থান রয়েলসের তারকা ব্যাটসম্যান ইউসুফ পাঠান।’

ওই ম্যাচে মাত্র ৩৭ বল খেলে ৮টি ছক্কা ৯টি চারের সাহায্যে ১০০ রান করেন ইউসুফ পাঠান। তার সেই রেকর্ড স্থায়ী ছিল ৩ বছর। এরপর ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তিনি ওই ম্যাচে ১৭টি ছক্কা ও ১৩টি চারের সাহায্যে ১৭৫ রান করেন।

১৯৮২ সালে গুজরাটের বরদায় মুসলিম পরিবারে জন্ম ইউসুফ পাঠানের। ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্য দিয়ে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় তার। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেন ২০১২ সালের মার্চে।

ভারতের হয়ে ৫ বছরে ৫৭টি ওয়ানডে আর ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুই সেঞ্চুরি আর তিন ফিফটির সাহায্যে ১ হাজার ৪৬ রান সংগ্রহের করেন পাঠান। আর অফ স্পিনে শিকার করেন ৪৬ উইকেট।

জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া ভারতীয় এ মুসলিম ক্রিকেটার এখনও আইপিএলসহ ঘরোয়া সব টুর্নামেন্টে খেলে যাচ্ছেন।