টেস্ট র‌্যাংকিং থেকেও সাকিবের নাম মুছে দিল আইসিসি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ ১২:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭০ বার।

টি-টোয়েন্টি, ওয়ানডের পর টেস্ট র‌্যাংকিং থেকেও সাকিব আল হাসানের নাম মুছে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত ১০ নভেম্বর বাংলাদেশ-ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই নতুন করে র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।

নতুন র‌্যাংকিং প্রকাশের আগে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের তালিকায় ৩৫৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে ছিলেন সাকিব আল হাসান। অথচ নতুন করে প্রকাশিত র‌্যাংকিংয়ের তালিকায় নেই সাকিবের নাম।

গত মঙ্গলবার পর্যন্ত ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডারের তালিকায় ৩৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিলেন সাকিব আল হাসান। কিন্তু টি-টোয়েন্টির মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের তালিকা থেকেও সাকিবের নাম মুছে ফেলেছে আইসিসি।

টেস্ট র‌্যাংকিং ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারের তালিকায় শীর্ষ তিনে ছিলেন সাকিব। ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট টেস্ট র‌্যাংকিং থেকেও সাকিবের নাম মুছে দিয়েছে আইসিসি।

প্রসঙ্গত, ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করায় সম্প্রতি এক বছর নিষিদ্ধ হন সাকিব আল হাসান।