রাজস্থানে ১০ হাজার পাখির রহস্যজনক মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ ১৩:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

রহস্যজনক কারণে এক সপ্তাহে ১০ হাজার পাখির মৃত্যুর ঘটেছে। রাজস্থানের সাম্ভার লেক ও সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানায়, গত এক সপ্তাহে দেশি ও পরিযায়ী পাখির এই মৃত্যুর মিছিল দেখা গিয়েছে। মারা যাওয়ার পাখির সংখ্যা ১০ হাজারো বেশি বলে জানা গিয়েছে।

একসঙ্গে এত সংখ্যক পাখির মৃত্যুর সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে বন দপ্তর এক প্রাথমিক প্রতিবেদনে জানায়, এভিয়ান বচুলিজম রোগে আক্রান্ত হয়ে এসব পাখির মৃত্যু হতে পারে। বিষাক্ত খাবার পেটে গেলে পাখিরা এই রোগে আক্রান্ত হয়।

অনেকের দাবি, হ্রদের নোনা পানি মারাত্মক দূষিত হওয়ায় মৃত্যু ঘটছে পাখিদের।

এমন পরিস্থিতিতে সাম্ভার লেকে কাজ করছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৭০ সদস্যের একটি টিম। অন্য পাখির শরীরে রোগ ছড়িয়ে যাওয়ার আগেই মৃত পাখিদের সরাতে শুরু করেছে তারা।

চলতি সপ্তাহের সোমবার থেকে পাখিদের এই মৃত্যু মিছিল শুরু হয়। সেদিন ৭১৬টি পাখির দেহ উদ্ধার হয়। পরের দিন হ্রদের নোনা জল থেকে উদ্ধার হয় আরও ১৬২২টি দেহ। এরপর থেকে আশঙ্কাজনক হারে এই মৃত্যু বাড়তে থাকে। যার মধ্যে রয়েছে নর্দান শোভেলার, রাডি শেলডাক, প্লোভার্স, অ্যাভোচেটজ, ব্ল্যাকউইংসহ নানা প্রজাতির পাখি। প্রতি বছর শীতের শুরুতে খাবারের খোঁজে কয়েক লাখ পাখি আসে হ্রদটিতে।

রাজস্থানে এর আগে এমন ঘটনা আগে দেখা যায়নি। এই ঘটনায় রাজ্য প্রশাসনের সমালোচনা করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। তাদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নিলে এত সংখ্যক পাখির মৃত্যু হতো না। এ ছাড়া পাখির মৃত্যুর সংখ্যাও কমিয়ে দেখাচ্ছে রাজ্য সরকার, এমনটাই অভিযোগ তাদের। তবে ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।